Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাভাবিক জীবন ফিরে পেলেন আব্দুস সালাম

আব্দুস সালাম, বয়স ৪৫ বছর। বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়। ২০১৮ সালের জুন মাসে হঠাৎ করে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। তার ডান হাত ও পা অবশ হয়ে যায় এবং মুখ এক দিকে বাঁকা হয়ে যায়। যার ফলে তিন-চার জন লোকের সাহায্য নিয়ে তাকে চলা-ফেরা করতে হত। এক কথায় সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েন। তিনি ০২-০৬-২০১৮খ্রিঃ তারিখে তিনি হুইল চেয়ারে করে ''প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র'', নাটোর এ আসেন। এ সময় কেন্দ্রের কর্তব্যরত কনসালট্যান্ট(ফিজিওথেরাপি) তাকে আন্তরিকতার সাথে পর্যবেক্ষণ করেন এবং সেই সাথে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে স্ট্রোকের কারনে Haemiplegia চিহ্নিত করেন। তার এই সব সমস্যার প্রেক্ষিতে চিকিৎসাক ব্যবস্থাপত্র প্রদান করেন এবং সে অনুযায়ী তাকে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পীচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপী চিকিৎসা প্রদান করা হত।যার ফলে আস্তে আস্তে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। শারীরিক অবস্থার উন্নতি দেখে কর্তব্যরত কনসালট্যান্ট(ফিজিওথেরাপি)তার ব্যবস্থাপত্র পরিবর্তন করে ADL ট্রেনিং যোগ করেন।

''প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র'', নাটোর অফিসে তিনি প্রথম দিন হুইল চেয়ার করে এসেছিলেন এবং দীর্ঘ ৬ মাস উপযুক্ত সেবা গ্রহন করে পায়ে হেঁটে বাড়ী ফিরেছেন। বর্তমানে তিনি পূর্বের ন্যায় মটর সাইকেল চালিয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। তিনি বর্তমান সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।